Posts

Showing posts from July, 2012

strictly- windows xp or 7 ব্যাবহার কারি দের জন্য

Image
আমি সম্পূর্ণ ভাবে উইন্ডোজ 7 ব্যাবহার করি কারন এমন কিছু প্রয়জনে আমাকে windows os ব্যাবহার করতেই হবে, কিন্তু আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেকের দরকার হতেও পারে। এবং যারা শুধু মাত্র উইন্ডোজ xp বা 7 ব্যাবহার করেন তাদেরই জন্য এই টিউন টা, অর্থাৎ যারা কোন দিন একবারের জন্যও Linux mint বা Ubuntu ব্যাবহার করেননি। আপনাদের কাছে request কয়েক মিনিট ব্যয় করে একটু পরে ফেলুন পরে হয় তো কাজে লাগলেও লাগতে পারে।         ধরুন আপনি পিসি তে কাজ করতে করতে হঠাৎ করে কোন কারনে পিসি র উইন্ডোজ টা ক্রাশ করে গেল। এবার পিসি টা shutdown করে চালু করলে দেখাচ্ছে যে পিসি বুট হচ্ছেনা অথবা বুট করে os খুজে পাচ্ছে না। তাহলে আপনাকে আবার নতুন করে উইন্ডোজ install করতেহবে। কিন্তু এমন কিছু ডাটা আপনার c drive এ রয়ে গেছে যেটার ব্যাকআপ নিয়ে রাখা হয় নি। এখন কি করবেন – নতুন করে os install করলে c drive তো ফরম্যাট হবেই ?:(          এবার বলি যদি লিনাক্স মিন্ট একটা সিডি বানিয়ে রেখে দেন তবে সিডি টা cd drive এ চালান এবং যেহেতু এই সিডি গুলো live cd র মত কাজ করে, তাই এটা রান করিয়ে –আপনার c drive এ ঢুকুন এবং পিসি তে একটা

এবার হার্ড ডিস্ক ছাড়াই PC চালান সাথে নেটও চলবে

Image
অনেক দিন আগে একবার আমার হার্ড ডিস্কে কিছু প্রব্লেম এর জন্য exchange করতে দোকানে পাঠাতে হয়ে ছিল। তখন অনেক দিন কম্পিউটার বন্ধ ছিল, তখন অবশ্য windows xp live cd দিয়ে মাঝেমধ্যে চালাতাম কিন্তু নেট ইউস করতে পারতাম না (জানতাম ও না) আর সত্যি কথা যারা windows 7 ইউস করেছে তাদের xp খুব একটা ভালো লাগেনা তাই ইচ্ছাও করত না । তাই internet cafe তে যেতাম । সেই থেকে খুজে খুজে অবশেষে একটা উপায় পেলাম। এখন হার্ড ডিস্ক ছাড়াও  pc তো চলবেই এমনকি নেটও চালানো যাবে। আমার pc তে ডুয়েল বুট করা আছে- windows7 আর Ubuntu, এই উবুন্টু ঘাটতে-ঘাটতেই  পেলাম linux mintএর খোঁজ। লিনাক্স মিন্ট (মায়া) ১৩ ডাউনলোড  করলাম এবং isoসিডি বানালাম  এই সিডিটাই live cdর কাজ করছে। এবং শুধুতাই নয় আমার cdma মোডেমের জন্য একটা software install করতে হয়, সেটার দরকার হলনা( উইন্ডোজ এর software এখানে অবশ্য কাজ করেনা)। এখানে দেখুন আমার কম্পিউটার এ  হার্ড ডিস্কে দেখা যাচ্ছে,  এবার দেখুন এখানে হার্ড ডিস্কে নেই,( আমি সাটা সব কেব্‌ল খুলে কাজ করেছি)  এবার দেখুন net connected এই Live cd টা চলাকালীন নেট connect করা খুব সহজ, নিচে দেখুন