Posts

Showing posts from July, 2011

নেট এ স্পীড বাড়ান

Image
খুব সাবধানে নিচের tricks   টা করুন । আপনার computer এ internet এর   speed হয়তো বাড়তে পারে।     Start  থেকে  Run এবার Run box এ type করুন gpedit.msc তারপর ok. এবার আসবে Group Policy সেখানে বাম দিকে Administrative Templates  , Network থেকে Qos pocket Sch.. এ single click করে ডান দিকে Limit reservable bandwidth এ double click করুন । এবার যে window টা আসবে , সেখানে Enabled করে Bandwidth limit (%) কে ০   (zero)   করে দিন।   ok, apply   করুন । এবার computer টা restart করুন। আমি করে দেখেছি, মনে হচ্ছে বেড়েছে। কেমন লাগলো, comment করুন ।   

আপনার XP কে Genuine করে নিন

আপনার XP sp2 OS কি pirated , তবে এটাকে Genuine  করে নিন । নিচের লিঙ্ক দুটো দেখুন 1. Link 2. Link আমি ২ নাম্বার লিঙ্ক টা use করেছি,bstcrkxporignl.rar এটা ডাউনলোড করে unzip করে খুলে দেখুন folder টার  ভিতরে text file এ সব instruction দেয়া আছে। তবে কিন্তু আমি এখনো windows auto update- turn off করেই রেখেছি।

Anti Virus

বাড়িতে Internet থাকলে Avast antivirus   use করুন। এক বছরের home user দের free registration দেয়। বেশ কাজের।

Autorun Disable

Image
computer এ auto run disable করে রাখা ভালো। কারন disable না থাকেল - pen drive বা memory card এ যদি virus    থাকে তবে তা খুব সহজেই computer  এ  ঢুকতে পারে।কি ভাবে disable করবেন-(1) start click করে run click করুন এবার যে box টা আসবে সেখানে gpedit.msc এটা type করে ok click করলে. (2) group policy আসবে সেখানে Administrative Templates এ double click করে , নিচে system এ double click করে ডান দিকে auto-run turnoff এ double click করলে একটা turn off auto-play property খুলবে সেখানে setting tab এ  enabled select করতে হবে, এবং নিচে Turnoff  Autoplay on : All Drive select করতে হবে।তারপর OK and apply.

Windows 7 থেকে XP

যদি আপনার কম্পিউটার windows 7 থেকে  XP তে convert করতে চান , করা বেশ ঝামেলার ব্যাপার সহজে হবেনা। সেই জন্য একটা Linux boot CD  থাকেল তবেই windows 7 কে  format করে  আবার XP load  করা যাবে। widows 7 কে Linux OS CD দিয়ে boot করুন, Linux OS চালু হলে, XP OS cd  দিয়ে boot  করলেই হয়ে যাবে । তাই পারেল Linux OS কে download ( এটা সম্পূর্ণ  free download ) করে Boot CD বানিয়ে রেখে দিলে পরে কাজে লাগতে পারে।  অথবা G parted live ডাউনলোড করে iso burn করে একটা সিডি বানিয়ে রেখে দিন। পরে খুব কাজে লাগতে পারে।