Posts

Showing posts from 2011

WINDOWS 7 এর একটা FUNNY TIPS

Image
Windows 7 এর System Tray তে যে clock time দেখা যায় সেটা 24 hr format-এ থাকে। আসুন দেখি কি ভাবে  System Tray-তে clockটাকে 12hr format(AM/PM) change করা যায় এবং তার নিচে date দেখা যাবে।  প্রথমে run অথবা  start menu search box - এ টাইপ করুন   intl.cpl ,  এরপর enter press করুন । Regional and Language Options window ওপেন হবে , সেখানে formats tab এ নিচের Addition Settings এ click করুন ।   customize formats window তে time tab  ক্লিক করে নিচের ছাবির মত সেট করুন,     এবার date tab এ ক্লিক করে নিচের ছবির মতো সেট করুন।    apply, ok, করে বেরিয়ে আসুন। এবার System Tray দেখুন হয়েগেছে। এটা যদি আগে কেউ পোস্ট করে থাকে তবে ক্ষমা করে দেবেন।

windows 7 এর license Information জানতে হলে

Image
আপনার windows 7  এর license Information  জানতে হলে কয়েকটি commend ব্যবহার করুন । প্রথমে  computer এর search box এ cmd টাইপ করুন এবার cmd তে ক্লিক করে   dos mode এ যে box টা আসবে সেখানে লিখুন slmgr/dli এবং এন্টার করুন তাহলে আপনার computer এর license স্ট্যাটাস দেখাবে এভাবে টাইপ করুন slmgr/dlv এবং এন্টার করুন তাহলে আপনার computer এর license ফুল ইনফর্মেশন দেখাবে এবং টাইপ করুন slmgr/xpr তাহলে computer এর license এর validity   দেখাবে    

Gmail আর hack হবে না....

Image
Google এর Gmail এর জন্য একটা খুব ভালো security system আছে , সেটা হল two step verification. যাদের Gmail account আছে  তারা এই  two step verification on করে রাখলে, আমার তো মনে হয় সেই Gmail কোনদিন hack হতে পারে না। কারন আপনি যখনই   sign in করবেন তখনই আপনার কাছে একটা verification number চাইবে, যেটা আপনার mobile এ আসবে । এবং তার পরই আপনি  Gmail এ ঢুকতে পারবেন। প্রথমে আপনি sign in করে Gmail     এ প্রবেশ করুন  তারপর ACCOUNT SETTING এ যান  সেখানে two step verification এ SECLECT করে আপনার  MOBILE NUMBER দিন  এবং একটা  EXTRA MOBILE NUMBER দিন , যদি আপনার MOBILE টা হারিয়ে যায় তবে EXTRA MOBILE NUMBER টা কাজে আসবে এবং একটা  BACK UP COPY রেখে দিন আপনার কাছে   , এবার OK করে বেরিয়ে আসুন । এবার যখনি আপনি  SIGN IN করবেন ,তখনি আপনার MOBILE এ যে VERIFICATION CODE টা আসবে সেটা INPUT করলেই  SIGN IN হবে    যদি MOBILE  টা না থাকে তবে অন্য MOBILE  NUMBER টা ,বা BACK UP COPY টা কাজে লাগাতে পারেন

html, photo, word,etc convert to PDF

Image
পিডিএফ কনভার্ট করার দারুন একটা সফটওয়্যার পেলাম , এইখানে HTML, photo, notepad, word, excel ইত্যাদি থেকে আপনি pdf  কনভার্ট করতে পারবেন। software টির নাম হল PrimoPDF । শুধু প্রিন্ট অপশন থেকে আপনাকে  PrimoPDF  টি সিলেক্ট করতে হবে তারপর ক্রিয়েট করলেই হল। নিচের ইমেজ গুলি দেখুন- এখান থেকে DOWNLOAD করুন

Icon বানান নিজের মত, আর folder এ apply করুন।

Image
নিজের মত করে icon বানিয়ে  file এ apply করুন . প্রথমে যে কোন একটা picture chose করুন ( যে কোন   format এ হতে পারে) সেটাকে right click  করে open with paint এ খুলুন। এবার   paint এর উপরে image click করুন সেখানে attribute click করলে যে window টা আসবে সেখানে pixel  set করে  100= width, 100=height করে ok করলে দেখবেন image টা ছোট হয়ে গেছে। এবার file-save as করলেই একটা window আসবে , সেখানে save as এর জায়গায় 24-bit Bitmap(*.bmp;*.dib) এবং file name এর জায়গায় যেকোনো নাম দিতেপারেন তবে তার পর  .ico   এটা লিখতে হবে, অর্থা ৎ bisu.ico হতে পারে (যেকোনো নাম .ico) । save করুন ,দেখবেন একটা Icon image তৈরি হয়ে গেছে। এবার ফোল্ডার এ কিভাবে apply করবেন,যে folder এর উপর apply করবেন, সেই folder এর উপর courser রেখে right click করুন, এবার properties এ click করে customize সেখানে নিচে  change Icon তারপর browse clickকরলে যে window টা আসবে সেখানে আপনার আগে বানান আইকন টা drag করে নিয়ে যান। এবার সেটাকে select করে open click করুন, তারপর ok, আবার ok / apply click করে দেখুন আপনার ফোল্ডার টা change...............

নেট এ স্পীড বাড়ান

Image
খুব সাবধানে নিচের tricks   টা করুন । আপনার computer এ internet এর   speed হয়তো বাড়তে পারে।     Start  থেকে  Run এবার Run box এ type করুন gpedit.msc তারপর ok. এবার আসবে Group Policy সেখানে বাম দিকে Administrative Templates  , Network থেকে Qos pocket Sch.. এ single click করে ডান দিকে Limit reservable bandwidth এ double click করুন । এবার যে window টা আসবে , সেখানে Enabled করে Bandwidth limit (%) কে ০   (zero)   করে দিন।   ok, apply   করুন । এবার computer টা restart করুন। আমি করে দেখেছি, মনে হচ্ছে বেড়েছে। কেমন লাগলো, comment করুন ।