Posts

Showing posts from March, 2012

Firefox এর ব্যাকআপ

Image
যারা আমরা মোজিলা ফায়ারফক্স ব্যবহার করি তাদের জন্যই এই পোস্ট টা। মোজিলায় অনেক তথ্য জমা থাকে যেমন- বুকমার্ক, পাসওয়ার্ড, অ্যাড-অন ইতাদি   । এবার ধরুন আপনার কম্পিউটার নতুন সেটআপ দিলেন তখন মোজিলার এই তথ্য গুলো কিভাবে পাবেন। সেই জন্য যদি এগুলোর ব্যাকআপ রাখা যায় তবে চিন্তা থাকবেনা। এই ব্যাকআপ এর ব্যাপারে আজ একটু বলবো। ব্যাপার টা খুবই সহজ । ১> প্রথমে এখান থেকে একটা জিপ ফাইল ডাউনলোড করে নিন, মাত্র ৭৬৪ কেবি। ২> এবার extract করে নিন। ফাইল টা ওপেন করে MozBackup এর উপর ডবল ক্লিক করুন   ৩> next করলেই নিচের মত একটা windo আসবে, এখানে দেখুন আমার মোজিলার ভার্সন দেখাচ্ছে এবার এটা সিলেক্ট রেখে উপরে Backup a Profile সিলেক্ট রেখে next ক্লিক করুন (ফায়ারফক্স যেন বন্ধ থাকে)   ৪>এবার Browse করে   backup রাখার জায়গা টা দেখিয়ে দিন। (আমি pen drive এ ব্যাকআপ টি রেখেছি) next করুন।   ৫> এবার চাইবে আপনি কি password দিয়ে রাখবেন। password দিলে   yes   করে password দিয়ে ok করুন, এবার নিচের ছবির মত টিক   গুলো রেখে next করুন।   একটু অপেক্ষা করুন   Finish ক্লিক করুন, আপনার

আপনার pc তে Security র ব্যাপারে আপনি কতটা জানেন?

Image
  হঠাৎ করে আজ একটা নতুন সফটওয়্যার পেলাম, এটার নাম Security Analyzer 2.0, আপনার কম্পিউটারে Security    কেমন আছে সেটা Analyzer করে দেখাবে। এটা সম্পূর্ণ ফ্রী এবং প্রটেবেল।প্রথমে ডাউনলোড করে ডবল ক্লিক করে আপনি 1 যেখানে extract করবেন সেটা সিলেক্ট করে 2 extract প্রেস করুন ।   এবার দেখাবে successfully extracted 3 file (s) , ওকে করুন, 3 exit করে বেরিয়ে আসুন এবং সেই লোকেশান টি ওপেন করুন যেখানে আপনি extract করলেন।     এবার ওপেন করুন এবং Security Analyzer 2.0 এর উপর ডবল ক্লিক করুন , প্রথম বার ওপেন করলে license   ok করে continue   করুন, English সিলেক্ট করে   save করুন,   এবার আপনার কম্পিউটারের Security কেমন   আছে তা দেখাবে।   ওহো একটা কথা তো বলাই হল না এটা কিন্তু কোন অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম নয় ( It is not an ant-virus or security software ) ।   ডাউনলোড লিঙ্ক